বিনোদন প্রতিবেদক : নতুন গান নিয়ে এসে বাজিমাত করলেন সংগীতপরিচালক ও কন্ঠশিল্পী রিয়েল আশিক ৷ গানটির কথা লিখেছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ ৷ সুর-সংগীত করেছেন রিয়েল আশিক নিজেই ৷ গানটি রিলিজ হওয়ার দুই সপ্তাহের মাথায় ৫ লাখ ভিউ অতিক্রম করেছে ৷ শুধু তাই নয়, টিকটকেও ইতিমধ্যে গানটি ট্রেনডিং-এ রয়েছে ৷ গানটি প্রকাশ হয়েছে আরথ্রি ইউটিউব চ্যানেলে ৷এ ব্যাপারে রিয়েল আশিক বলেন, গানটির
কথাগুলো অসাধারণ ৷ অনেক ভালো লিখেছেন সানি আজাদ ভাই ৷ গানটি প্রকাশের পর এত ভালোবাসা পেয়েছি তা সত্যিই অনেক আনন্দের ৷ গানটি নিয়ে আমি আরো আশাবাদী ৷
উল্লেখ্য, গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছন শুভ্র মেহরাজ ৷ তিনি গানটিতে মডেলিং ও করেছেন ৷ সাথে ছিলেন মডেল আনজুমান মেহজাবীন ৷
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]