জেলার জয়দেবপুরে পুলিশের টহলভ্যানের সঙ্গে একটি বালিবাহী ট্রাকের সংঘর্ষে একজন এএসআই নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিন কনস্টেবল আহত হয়েছেন।
শনিবার ভোর চারটার দিকে জয়দেবপুরের পুষ্পদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এএসআইয়ের নাম হারুন। আহতরা কনস্টেবলরা হলেন-মানিক, আব্দুল জব্বার, ওমর ফারুক।
ভারপ্রাপ্ত উপ-পরিদর্শক এএসআই জুলহাস উদ্দিন জুলহাস বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরের দিকে পুষ্পদাম এলাকায় ওই পুলিশ সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি বালুবাহী ট্রাক এসে ওই পুলিশভ্যানটিকে ধাক্কা দেয়। এতে এএসআই হারুনসহ আরো তিন পুলিশ সদস্য মারাত্মক আহত হন।
খবর পেয়ে থানা থেকে অন্য পুলিশ সদস্যরা এসে তাদের উদ্ধার করে সকাল পৌনের সাতটার দিকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক এএসআই হারুনকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]