প্রতিবেদক : কন্ঠশিল্পী রাইসা খান। নিয়মিত স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শুধু তাই নয়; বিভিন্ন টেলিভিশন শোতে উপস্থিতি রয়েছে তার। পাশাপাশি নিজের মৌলিক গানের পাল্লাও ভারী করছেন তিনি। ইতিমধ্যে অনেকগুলো গান করেছেন। এর মধ্যে বেশ কয়েকটি গান শ্রোতাদের মন জয় করেছে। তবে এবার নয়া চমক নিয়ে আসছেন রাইসা। নিজের গানের ভিডিওতে সম্পূর্ণ নতুন লুকে হাজির হচ্ছেন ষোড়শী এই কন্ঠশিল্পী। গানের শিরোনাম ‘রঙিলা বউ’। গানটির কথা ও সুর করেছেন শিমুল আহমেদ। মিউজিক করেছেন মির আদিত্য ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলমগীর হোসেন। গানটি প্রকাশ হবে ইউটিউব চ্যানেল ‘আওয়াজ মিউজিকে’। অচিরেই গানটির শুটিং হবে।
এমনটাই জানালেন রাইসা। বললেন, গানটি নিয়ে আমি আশাবাদী। কারন এ পর্যন্ত অনেক মৌলিক গানের কাজ করে থাকলেও এটি আমার প্রথম আইটেম সং। রাইসা খান মনে করেন ‘আওয়াজ মিউজিক’ প্রশংসনীয় কাজের মধ্যে এটা অন্যতম। তুমুল সারা পাবেন বলেই আশাবাদী তিনি। সুদূরপ্রসারী চিন্তা নিয়ে বাংলা গান এ ভিন্ন মাত্রা যোগ দিতে চান রাইসা খান; তাই শ্রোতা-দর্শক এবং শুভাকাঙ্খীদের গানটির সাথে থাকার অনুরোধ করেন তিনি। এছাড়াও নতুন আরো বেশ কয়েকটি গানের কাজ করছেন এই কন্ঠশিল্পী।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]