প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখী পাঠিয়েছেন ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সাংসদ শেখ আলাউদ্দিনের হাতে প্রধানমন্ত্রীর জন্য এ উপহার তুলে দেন পশ্চিমবঙ্গের বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। উপহারের মধ্যে কচুরিপানা দিয়ে তৈরি রাখি, মিষ্টি, রবীন্দ্রনাথ ও নজরুলের দুটি ছবি অন্যতম। সাংবাদিকদের উদ্দেশে গোপাল শেঠ বলেন, দুই দেশের মৈত্রী বন্ধন আরও দৃঢ় করতে নারীদের তৈরি কচুরিপানার রাখী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠাতে পেরে ভালো লাগছে। উপহার নিতে আসা সাংসদ শেখ আলাউদ্দিন বলেন, দুই দেশ ও দুই বাংলার বন্ধন অনেক দৃঢ়। রাখী বন্ধন সেটাকে আরও মজবুত করবে। চমৎকার একটি দিনে চমৎকার এ উপহার আমাদের দিলেন তিনি। প্রধানমন্ত্রীর কাছে এ রাখী পৌঁছে দেবো আমি।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]