রাজধানীর দারুস সালাম থানা এলাকায় ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. হাবিবুল্লাহ (২৩)। তিনি একটি বেসরকারি হাসপাতালের কর্মী ছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার পর হাবিবুল্লাহকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাবিবুল্লাহ রিকশায় ছিলেন। রিকশাটিকে একটি ট্রাক চাপা দিলে গুরুতরভাবে আহত হন তিনি।
নিহত ব্যক্তির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]