বিনোদন ডেস্ক : মুম্বাই শহরের জুহু, বান্দ্রা, পালি হিল, লোখন্ডওয়ালায় বেশি বসবাস করেন সুপারস্টাররা। এরমধ্যে বান্দ্রায় পাশাপাশি থাকেন শাহরুখ খান ও সালমান খান। তাদের বাড়ি যেন রীতিমতো মুম্বাইয়ের পর্যটকদের জন্য দর্শনীয় স্থান। এবার তাদের প্রতিবেশী হতে চলেছেন আরেক তারকা জুটি। বান্দ্রার অভিজাত এলাকায় নতুন বাড়ি কিনেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর-দীপিকা ১১৯ কোটি রুপিতে বিলাসবহুল এই অ্যাপার্টমেন্ট কিনেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সফর শেষে ভারতে ফেরেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তারা মুম্বাইয়ের বান্দ্রায় নিজেদের জন্য একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেন। ১১৯ কোটি রুপির অ্যাপার্টমেন্টটি সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট এবং শাহরুখ খানের মান্নাত বাংলোর পাশে অবস্থিত।
রণবীর ও দীপিকার অ্যাপার্টমেন্ট সাগর রেশমে টাওয়ারের ১৬, ১৭, ১৮ ও ১৯ তলায় অবস্থিত। এতে ১১ হাজার ২৬৬ বর্গফুট কার্পেট এলাকা এবং ১ হাজার ৩০০ বর্গফুটের ছাদ আছে।
২০১৩ সালে সিনেমার পর্দায় প্রথমবার একসঙ্গে কাজ করেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এই দম্পতি ৬ বছর প্রেমের সম্পর্কে ছিলেন এবং ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]