ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ১৬ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সোমবার সকালে হিমাচল প্রদেশের কুলুতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাসটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে উদ্ধারকর্মীরা।
কুলু জেলা প্রশাসক আসুতোষ গর্গ বলেন, সকাল সাড়ে ৮টার দিকে সাঁজগামী বাসটি জংলা গ্রামের কাছে খাদে পড়ে যায়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, বাসটিতে অন্ততপক্ষে ৪০ জন শিক্ষার্থী ছিলো।
সূত্র: এনডিটিভি, আনন্দবাজার
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]