সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘ভোলা তো যায় না তারে’ চলচ্চিত্রের ট্রেলার। ৬ মিনিটের এ ট্রেলার জুড়েই রয়েছে নিরব-তনহা জুটির রসায়ন। যা সাধারণ দর্শককে আকৃষ্ট করবে বলেই মানে করেন ছবির নির্মাতা রফিক শিকদার।
আগামী ১৮ মার্চ মুক্তি পাচ্ছে ‘ভোলা তো যায় না তারে’ চলচ্চিত্রটি। এতে নিরবের সঙ্গে জুটি বেঁধে প্রথমবারের মতো বড়পর্দায় হাজির হচ্ছেন নবাগত তানহা।
রফিক শিকদার পরিচালিত ছবিটিতে আরও অভিনয় করেছেন হিল্লোল, সুব্রত, মাসুম আজিজ, একা, লীনা আহমেদ। এর বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি, বেলাল খান, ইমরান, লিজা প্রমুখ। প্রযোজনা করেছে ধলেশ্বরী ফিল্মস। পরিবেশনায় টিওটি ফিল্মস।
https://youtu.be/BAGoobaXk1o
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]