ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে সোয়া এগারোটার দিকে ভোট দিতে আসেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। ভোট দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চিঠি দিয়ে ইসি নিজেরাই আইন ভঙ্গ করেছে। আমি আইন ভঙ্গ করিনি। আমাকে পাঠানো চিঠিটি অসমাপ্ত। আইনের পুরো ব্যাখ্যা নেই।
ভোট দিতে এসে তিনি আরও বলেন, একজন সংসদ সদস্যকে এই ভাষায় চিঠি দিতে পারে না। এতে কুমিল্লার জনগণ ক্ষুব্ধ হয়ে নৌকায় ভোট দেবে। চিঠি পাঠানোর বিষয়ে আমি রিট করেছি। রিটের নিষ্পত্তি হলে সংসদে বিষয়টি উত্থাপন করবো। আমি একজন সংসদ সদস্য। সরকারের কোনো সুবিধাভোগী ব্যক্তি থাকতে পারবে না। আমি সুবিধাভোগী ব্যক্তি নই।
গণমাধ্যমকর্মীদের সামনে বাহার বলেন, যেখানে নৌকা সেখানেই ভোট। উন্নয়ন ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ার জন্য মানুষ নৌকায় ভোট দেবেন। ভোট দিলাম। ঝামেলা নেই। অতি উৎসাহী কোনো কর্মকর্তা যেন পরিবেশ নষ্ট না করেন। সবাই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন সেজন্য ইসিসহ সবার প্রতি আহ্বান রইল। এর আগে গত ৮ জুন এমপি বাহারকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে এলাকা ছাড়ার জন্য চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]