ক্রীড়া ডেস্ক : ক্যান্সারের কাছে হার মানলেন ৭০ দশকের জনপ্রিয় ক্রিকেটার মাহমুদুল হাসান সাজু। শনিবার রাজধানীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক এই মিডিয়াম পেসার। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। সাজুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সংস্থাটি।
ভক্তদের কাছে সাজু গাব্বার সিং নামে পরিচিত ছিলেন। ছয় ফুটের ওপরে লম্বা সুঠামদেহী সাজুর মুখে গোঁফের কারণে গাব্বার সিং নামে ডাকতেন ভক্তরা।
এই মিডিয়াম পেসার তার খেলোয়াড়ী জীবনে দেশের জার্সিতে কখনো খেলেননি। তবে তিনি ছিলেন ঢাকা লিগের অন্যতম পারফর্মার। মাঠ মাতিয়েছেন ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে।
মাহমুদুল হাসান সাজুর মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং তার সাবেক ক্লাব মোহামেডান শোক প্রকাশ করেছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]