ডেস্ক : ঢালিউডের তারকা দম্পতি পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ঘরে এলো এক রাজকন্যা। মেয়ের নাম রাখা হয়েছে ইলহাম নুসরাত ফারুকী। বুধবার রাত ৮টা ২৭ মিনিটে ঢাকার একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিশা। নিজেদের অফিসিয়াল ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিশা ও ফারুকী।
মা–মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে ফারুকীর ফেসবুক পোস্টে জানানো হয়েছে। এর আগে, গত ২৮ ডিসেম্বর তারকা দম্পতি মোস্তফা সরোয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা মা-বাবা হতে যাচ্ছেন বলে ফেসবুকে জানিয়েছিলেন। ভালোবেসে ২০১০ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন এই জুটি।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]