ডেস্ক : টাইগাররা সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে সোমবার (২২ নভেম্বর) ব্যাট হাতে বেশ দাপুটে লড়াই করছে। এদিন ৭ উইকেট হারিয়ে ১২৪ রান তুলেছে মাহমুদউল্লাহ বাহিনী। এখন দেখার বিষয় এত অল্প রানের জবাবে কেমন লড়াই করে পাকিস্তান।
এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাহমুদউল্লাহ। তবে দলীয় ৭ রানে নাজমুল হোসেন শান্ত আউট হলেও চাপে পড়েনি বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন শামীম ও নাঈম। তারা দুজন ব্যাট হাতে ঝড় তুলেছেন। তবে দ্রুত রান তুলতে গিয়ে ব্যাক্তিগত ২২ রানে আউট হন শামীম। এরপর ক্রিজে আসেন আফিফ। তিনি তারাহুরো করে খেলতে গিয়ে ব্যাক্তিগত ২০ রানে সাজঘরে ফিরেন। এরপর দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তবে দলীয় ১১১রানে আউট হন নাঈম। তিনি ৫০ বলে ২চার ও ২ ছক্কার সাহায্যে ৪৭ রান করেন। এছাড়া ১৪ বলে ১৩ রান করে আউট হন মাহমুদউল্লাহ। এরপর নিয়মিত উইকেট হারালে আর বড় সংগ্রহ তুলতে সক্ষম হয়নি টাইগাররা।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]