আবু আব্দুল্লাহ : কিশোরী ফাতেমার বয়স ১৪ বছর। সে পেটে অস্বাভাবিক ব্যথা আর ফোলাভাব নিয়ে ভর্তি হয় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। তখনও কেউ ভাবতে পারেনি যে তার ছোট পেটের ভেতরে ১৫ কেজি ওজনের বিশালাকৃতির টিউমার রয়েছে।
নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের বড়াইল গ্রামের নজরুল ইসলামের মেয়ে ফাতেমা, কলেজপাড়ার একটি মহিলা মাদরাসার শিক্ষার্থী। ধীরে ধীরে শারীরিক অসুস্থতা বাড়তে থাকায় পরিবার তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসে। সেখানে পরীক্ষার পর ধরা পড়ে যে তার পেটে বিশালাকার টিউমার রয়েছে, যা তার জীবনকে হুমকির মুখে ফেলতে পারে।
রোববার (২৭ এপ্রিল) সকালে শুরু হয় ফাতেমাকে নতুন জীবন উপহার দেওয়ার যুদ্ধ। দীর্ঘ প্রস্তুতির পর, সফল অস্ত্রোপচার করেন হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডা. শরিফ মাসুমা ইসমত ও ডা. জাকিয়া সুলতানা রুনা, সার্জারি কনসালটেন্ট ডা. আজহারুর রহমান তুহিন এবং অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট ডা. খোকন দেবনাথ ও ডা. সৈয়দ আরিফুল ইসলাম।
সফল অস্ত্রোপচারের পর অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে গাইনি কনসালটেন্ট শরিফ মাসুমা ইসমত বলেন, “ফাতেমার পেটের টিউমারটি ছিল বিরল ও বিপজ্জনক। সময়মতো অস্ত্রোপচার না করলে তার প্রাণনাশের আশঙ্কা ছিল। অত্যন্ত সতর্কতার সঙ্গে টিউমারটি অপসারণ করা হয়েছে। এখন সে সুস্থ রয়েছে।”
এ ব্যাপারে সার্জারি কনসালটেন্ট ডা. আজহারুর রহমান তুহিন বলেন, “অপারেশনটি অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। এত বড় টিউমার অপসারণ করতে হলে সার্জারি ও অ্যানেস্থেশিয়া টিমের মধ্যে নিখুঁত সমন্বয় প্রয়োজন। আল্লাহর রহমতে এবং আমাদের টিমওয়ার্কের কারণে আমরা সফল হয়েছি।”
অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট ডা. খোকন দেবনাথ যোগ করেন, “অপারেশনের সময় ফাতেমার প্রাণ বাঁচানোই ছিল আমাদের প্রধান লক্ষ্য। পুরো সময়টা আমরা সতর্ক ছিলাম যেন রক্তপাত নিয়ন্ত্রণে থাকে এবং অপারেশন শেষে দ্রুত পুনরুদ্ধার হয়।”
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]