আবু আব্দুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সরকারি ধান সংগ্রহ কার্যক্রম।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জি এম রাশেদুল ইসলাম।
উদ্বোধনী দিনে উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার গ্রামের কৃষক মোঃ মামুনুর রশীদের কাছ থেকে তিন টন ধান সংগ্রহ করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হবে। খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ধান সংগ্রহ কার্যক্রম চলবে ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত। এ বছর আখাউড়া উপজেলায় ৩৮৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের মাধ্যমে প্রাপ্ত তালিকা অনুযায়ী “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বনিম্ন ৩০ কেজি এবং সর্বোচ্চ ৩ হাজার কেজি পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া তাবাসসুম, জনতা ব্যাংকের আখাউড়া শাখার ম্যানেজার মোঃ বশির আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) কর্মকর্তা তাসলিমা বেগম এবং খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি-এলএসডি) মোঃ সাজেদুর রহমান।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]