আমিনুল হক সাদী : কিশোরগঞ্জ সদরের মহিনন্দে কৃষকদের নিয়ে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সভাস্করখিলা মাঠে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স বাংলদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ ওরিয়েন্টেশন কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোতালেব হোসেন, উপসহকারী কৃষি অফিসার নাসিরুজ্জামান সুমন,সাবিহা সুলতানা, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের সভাপতি আমিনুল হক সাদী প্রমুখ।
এ সময় পার্টনার প্রকল্পের কমিউনিটি বীজ উৎপাদন প্রদর্শনী খামারে ব্রি ধান-১০১ জাতের কয়েক একর জমির ধান প্রদর্শন করা হয়। কৃষকরা জানান, প্রতি হক্টরে ৮.৫ টন ধান ফলনের আশা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]