জামালপুরে অভিনব কৌশলে ভুট্টাক্ষেতের মাঝে গাঁজার চাষ করার অপরাধে সাইফুল ইসলাম নামের ১ কৃষককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার থেকে উদ্ধার করা হয় ১ কেজি ৫০০ গ্রাম ওজনের দুটি গাঁজা গাছ।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর গোয়েন্দা পুলিশের ডিবি-১ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব।
গ্রেফতার সাইফুল মেলান্দহ উপজেলার ৭ নম্বর চরবানী পাকুরিয়া ইউনিয়নের রান্দুনীগাছা গ্রামের মৃত নাদের সরকারের ছেলে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল অভিযান চালিয়ে ভুট্টাক্ষেতে লুকানো অবস্থায় গাঁজার দুটি জীবিত গাছ উদ্ধার করে। অভিযানে সাইফুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ওসি নাজমুস সাকিব বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাইফুল গাঁজা চাষ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]