অস্ট্রেলিয়ার হয়ে খেলা একমাত্র টেস্ট ম্যাচ খেলেছেন। তবে এরমধ্যে সবধরনের ক্রিকেটকে বিদায় জানালেন উইল পুকোভস্কি। মানসিক অবসাদের কারনে মাত্র ২৭ বছর বয়সেই অবসর নিলেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
ক্যারিয়ারে ১৩ বার কনকাশন বা মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন পুকোভস্কি। চিকিৎসকরা এটিকে মানসিক সমস্যা হিসেবেই চিহ্নিত করেছেন। সেইসাথে ক্রিকেট ছেড়ে দেয়ার পরামর্শও দেন। এরপরই বাইশ গজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এই অজি ক্রিকেটার।
রেডিওতে সাক্ষাৎকারে পুকোভস্কি বলেন, আমি চেয়েছিলাম পরিস্থিতি ভালো হলেই হয়তো ক্রিকেটে ফিরব। তবে আর ক্রিকেটে ফিরছি না। সত্যি বলতে আসলেই এটা কঠিন এক বছর হতে যাচ্ছে। আরও কয়েক ঘণ্টা ভেবে দেখার দরকার ছিল যে যাত্রাটা কত দূর যাবে। তবে সহজ বার্তা হচ্ছে কোনো ধরনের ক্রিকেটে আমি আর খেলছি না।
অস্ট্রেলিয়ার হয়ে খেলা একমাত্র টেস্টে দুই ইনিংসে করেছেন ৬২ ও ১০ রান। প্রতিযোগিতামূলক ক্রিকেটে সব মিলিয়ে ৫০ ম্যাচ খেলেছেন পুকোভস্কি। যার মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ৩৬ ম্যাচ। বাকি ১৪ ম্যাচ লিস্ট ‘এ’ ক্রিকেটে। ৪৫.১৯ গড়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তার রান ২৩৫০। এরমধ্যে ৭ সেঞ্চুরি ও ৯ ফিফটি করেছেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]