প্রতিবেদক : রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনি আজ (১০ অক্টোবর) আদালতে হাজিরা দেবেন। একই সঙ্গে আদালতে তার জামিন চেয়ে আবেদন করা হবে। গতকাল শনিবার পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি বিষয়টি নিশ্চিত করেন।
সুরভি বলেন, আগামীকাল (আজ) এ মামলার ধার্য তারিখ রয়েছে। এ জন্য পরীমনি আদালতে হাজিরা দেবেন। এদিকে আদালত তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত পরী মনিকে জামিন দিয়েছিলেন। এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। তাই এ মামলায় পরী মনির জামিন চেয়ে আবেদন করা হবে।
গত ৪ আগস্ট অভিযান চালিয়ে পরীমনিকে তার রাজধানীর বনানীর বাসা থেকে মাদকসহ আটক করে র্যাব। পরদিন র্যাব বাদী হয়ে বনানী থানায় পরী মনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দিপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]