আবু আব্দুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :
সাংবাদিকদের বিভিন্ন দাবী দাওয়া আদায়ের লক্ষ্য সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া গঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া দিনকাল পাঠক ফোরাম ইফতার মাহফিলের পূর্বে জেলা উপজেলার বিভিন্ন পৃন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন নিয়াজ মোঃ খান বিটু।
সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক দিনকাল এর জেলা প্রতিনিধি নিয়াজ মোঃ খান বিটুকে সভাপতি ও এনটিভির ষ্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি করে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া গঠন করা হয়েছে।
ঈদ পরবর্তী সময়ে সভায় মিলিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]