ডেস্ক : জেনেভা সফর, ভ্যাকসিন ইস্যু ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে পূর্বঘোষিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্যকারণবশত তা স্থগিত করা হয়েছে।
অনাকাঙ্ক্ষিত এ বিড়ম্বনায় দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী সপ্তাহের শুরুতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান জানিয়েছিলেন, বৃহস্পতিবার দুপুরে মিডিয়া ব্রিফিং করতেন স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু একই সময়ে স্বাস্থ্যমন্ত্রী কেরানীগঞ্জে অন্য একটি অনুষ্ঠানে অংশ নেবেন। এ কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]