গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা : গত কয়েক দিনের তিস্তার ভাঙনে গঙ্গাচড়ার লক্ষ্মীটারী ইউনিয়নের শংকরদহ এলাকায় প্রায় ৩৫ একর জমির আমনখেত বিলীন হয়েছে। সরেজমিনে দেখা যায়, শংকরদহ এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ইউপি সদস্য আব্দুল মোন্নাফ বলেন, কয়েক দিনের ভাঙনে প্রায় ৩৫ একর জমির আমনখেত নদীতে বিলীন হয়েছে।
লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, অনেক দিন ধরে বাঁধের জন্য আবেদন করে আসছি। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, এ বিষয়ে আমাদের করার কিছুই নেই। রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী বলেন, চরাঞ্চলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আপাতত নেই।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]