গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটসাইকেল আরোহী জুনায়েত নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর আঞ্চলিক সড়কের গোবিন্দগঞ্জ উপজেলার খলসি বটতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোনায়েত (৩০) উপজেলার সাপমারা ইউনিয়নের কোগারিয়া গ্রামের রিপুর মিয়ার পুত্র। তিনি একজন কোরআনের হাফেজ এবং চকরহিমাপুর নূরানী মাদরাসায় চাকরি করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মসজিদে তারাবির নামাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন জোনায়েত। খলসি বটতলা নামক স্থানে পৌঁছলে দ্রুতগতিতে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুত্বর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]