মাগুরায় নির্যাতনের শিকার সেই ৮ বছরের শিশুটির মৃত্যুতে গভীর শোক জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আর কারও যেন সেই শিশুটির মতো করুণ পরিণতি না হয়, শিশুদের জন্য নিরাপদ হোক দেশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) এক বিবৃতিতে শোক প্রকাশ করে তিনি এমন মন্তব্য করেন।
বিবৃতিতে জামায়েত আমির বলেন, মাগুরায় বর্বর নির্যাতনের শিকার সেই শিশুটি ইতিহাসের করুণ সাক্ষী হয়ে ১৩ মার্চ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সারা বাংলাদেশকে কাঁদিয়ে চলে গেলো। মহান আল্লাহ তাকে একান্ত প্রিয় হিসেবে কবুল করুন, আমিন।
তিনি আরও বলেন, মহান রবের দরবারে দোয়া করি তিনি যেন সেই শিশুটির পিতা-মাতাসহ আপনজন নির্বিশেষে বিবেকবান দেশবাসীকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।
তিনি বলেন, ওই শিশুটির এ করুণ পরিণতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো যে আমাদের এ জনপদ শিশুদের জন্য কতটা অনিরাপদ। এই পাশবিক ঘটনা প্রমাণ করে আমাদের সমাজে ও মস্তিষ্কে পচন ধরেছে। অবক্ষয় হয়েছে সামাজিক মূল্যবোধের। এ মূল্যবোধের অবক্ষয় রোধ এবং মস্তিষ্কের সংশোধন এখন একান্ত জরুরি। বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য এ বাংলাদেশকে নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলতে নিজ নিজ জায়গা থেকে সংশোধনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, আসুন ব্যক্তিগত ও সামাজিকভাবে এবং সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিকভাবে এসব অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হই যাতে আর কোনো শিশুকে এভাবে পাশবিক নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারাতে না হয়।
এই পাশবিক ঘটনার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শান্তি প্রদান এবং সেই সাথে নিহত শিশুটির পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য আমি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।”
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]