লক্ষ্মীপুরের রায়পুরে এবার সরস্বতী প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে রায়পুর শ্রী শ্রী মহামায়া মন্দিরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মন্দিরের ভেতর ভাঙ্গাচোরা প্রতিমা দেখতে পেয়ে পুরোহিত স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনকে জানান। খবর পেয়ে তারা এসে দেখেন, প্রতিমা ভাঙ্গা অবস্থায় আছে।
মন্দিরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে কাপড় বাঁধা এক যুবক মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভেঙ্গে চলে যায়। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
মন্দির কমিটির সভাপতি রবীন্দ্র কর্মকার বলেন, মন্দিরের ভেতর প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এক যুবকের মুখে রুমাল বাঁধা ছবি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনার সিসিটিভির ফুটেজ পাওয়া গেছে। কে বা কারা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা বের করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভিতে শনাক্ত যুবককে দ্রুত আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]