মার্কেন্টাইল ব্যাংক শরীয়তপুরে ‘নড়িয়া উপশাখা’ উদ্বোধন করেছে সহজ ও প্রযুক্তি ৷ গ্রাহকদের সচেতন ব্যাঙ্কিং পরিষেবা। মোহাম্মদ আবদুল আউয়াল, পরিচালক ও; ঝুঁকি ব্যবস্থাপনার চেয়ারম্যান মোমার্কেন্টাইল ব্যাংক পিএলসি কমিটি প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উপোশাখা উদ্বোধন করেন। মতিউল হাসান,
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোঃ জাকির হোসেন, আদিল রায়হান, শামীম আহমেদ, অসীম কুমার সাহা এবং ডাঃ মোঃ জাহিদ হোসেন ডিএমডি; ড. তাপস চন্দ্র পাল, সিএফও ব্যাংক, শাহ মোঃ সোহেল খুরশীদ & মোহাম্মদ ইকবাল রেজওয়ান, এসইভিপিরা প্রধান কার্যালয়ে উপস্থিত ছিলেন
উপলক্ষ
ফরিদ আহমেদ রয়েল, সাধারণ সম্পাদক, নড়িয়া উপজেলা বিএনপি, আলাউদ্দিন আজাদ, সভাপতি ও আক্তার অনুষ্ঠানে বক্তব্য রাখেন নড়িয়া বাজার জামে মসজিদের সেক্রেটারি হোসেন খান। মোহাম্মদ হোসেন, ভাইস মো রাষ্ট্রপতি & শাখা বিভাগের প্রধান, মোঃ আশরাফুল ইসলাম, PO & ভজেশ্বর বাজার শাখার এইচওবি, আশিকুর মো
নড়িয়া উপশাখার ইনচার্জ রহমান, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভসহ সম্মানিত গ্রাহকগণ
নড়িয়া উপশাখা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। 46তম নড়িয়া উপোশাক (ভজেশ্বর শাখার নিয়ন্ত্রণে)
নড়িয়া বাজার জামে মসজিদ মার্কেটে অবস্থিত, হোল্ডিং নং-বি-254, নড়িয়া চাকধা ঘোরিশার সড়ক, নড়িয়া, শরীয়তপুর।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]