সম্প্রতি ভুয়া একটি ফেসবুক আইডির মাধ্যমে জনপ্রিয় গীতিকার সুরকারদের বিরুদ্ধে কুৎসা ও মিথ্যাচার ছড়ানোর অভিযোগে থানায় ডিডি করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গীতিকার ও সুরকার প্লাবন কোরেশী। শুধু প্লাবন কোরেশীই নয়-সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনিসহ আরো বিভিন্ন গীতিকারদের নিয়ে মিথ্যাচার ছড়ানোর অভিযোগে গত মঙ্গলবার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।
প্লাবন কোরেশী বলেন, আমার বিরুদ্ধে কে বা কারা ভুয়া ফেসবুক আইডি’র মাধ্যমে এসব ছড়াচ্ছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, আমি চাই প্রশাসন খোঁজে বের করুক কারা এমন মিথ্যাচার ছড়াচ্ছে। শুধু আমিই নই- বিভিন্ন গীতিকার সুরকারদের নামেও এমন কুৎসা রটাচ্ছে একটি কু-চক্রি মহল।
এর আগেও আমার বিরুদ্ধে এমন অপপ্রচার চালিয়েছে একটি চক্র, আমি সবার সহযোগিতা কামনা করছি। আমি আইনের আশ্রয় নিয়েছি, আমি চাই আইনের মাধ্যমে এর সুষ্ঠু বিচার হোক।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]