কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দা-পাঁচগাঁও সড়কের কলমাকান্দা সরকারি কলেজ সংলগ্ন এলাকায় একটি সেতুর মাঝখানে একটি বড়সড় গর্তের সৃষ্টি হয়েছে। তবু ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, ঘটছে অনেক দুর্ঘটনা। চার মাসে আগে বালুভর্তি একটি ট্রাক সেতুটি পার হওয়ার সময় এর মাঝের একটি অংশ ধসে যায়। পর্যায়ক্রমে তা বড় হতে থাকে। বর্তমানে ঝুঁকিপূর্ণ এই সেতু পারাপার করতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন লোকজন।
রোববার সরেজমিনে দেখা গেছে, ২০ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া সেতুটির মাঝামাঝি অংশে ৩ থেকে ৪ ফুট চওড়া গর্ত হয়েছে। আর এই সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। স্থানীয়রা জানান, এই সেতু দিয়ে সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলার প্রতিদিন অন্তত ৫০ হাজার মানুষ যাতায়াত করেন। পাশাপাশি সেতুর আশপাশে অবস্থিত কলমাকান্দা সরকারি কলেজ, রংছাতি উচ্চ বিদ্যালয় ও রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিদ্যালয়ে যেতে সেতুটি ব্যবহার করে। সেতুটি জনগুরুত্বপূর্ণ বিধায় দ্রুত সংস্কার জরুরি হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা ওমর ফারুক বলেন, সেতু ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গত শনিবার একটি মোটরসাইকেল গর্তে পড়ে চালক আহত হয়েছে। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
খারনৈ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ওবায়দুল হক বলেন, গুরুত্বপূর্ণ এ সংযোগ সেতুটি সংস্কারের জন্য উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। কলমাকান্দা উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]