বাংলাদেশের মানুষ এ বছর মোবাইল অ্যাপের মাধ্যমে যাকাত দিতে পারবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।তিনি বলেন, সমাজের অপরাধ দমনে যাকাতের কোন বিকল্প নেই।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে গুলশানের আলোকি সেন্টারে যাকাত ফেয়ারে এ কথা বলেন তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, সঠিকভাবে যাকাত আদায় করলে সমাজ থেকে অভাব দূর হবে এবং নানা অপরাধ প্রবনতা কমে আসবে।এসময় তিনি সেন্টার ফর যাকাত মেনেজমেন্টের যাকাত আহরন ও বিতরণ উদ্যোগের প্রশংসা করেন।
তিনি আরও জানান, সঠিকভাবে যাকাত কার্যক্রম পরিচালনা করলে দেশের অর্থনৈতিক স্বচ্ছলতা আসবে, তখন আইএমএফ এর ঋণের প্রয়োজন হবে না।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]