শিশুশিল্পী হিসেবে ভারতীয় বাংলা সিনেমায় পা রাখেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তার ৬ বছর পরই নায়িকা হিসেবে পর্দা কাঁপান। কেবল তাই নয়, মাত্র ১৬ বছর বয়সে মা হন। শ্রাবন্তীর জীবনে সবকিছুই যেন অতি দ্রুত ঘটেছে। ফলে বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন এই অভিনেত্রী।
অল্প বয়সে মা হয়েছেন, সংসার ভেঙেছে, তারপরও অভিনয় ছাড়েননি শ্রাবন্তী চ্যাটার্জি। স্বাভাবিক কারণে তার এই জার্নি সহজ নয়। তবে শ্রাবন্তী স্বাভাবিকভাবেই দেখেন। তার ভাষায়, “আমি তো ভাগ্যবান যে অল্প বয়সে মা হয়েছি। আমার ছেলের সঙ্গেই আমি বড় হয়েছি। ১৬ বছর বয়সে মা হয়েছি। তখন দশম থেকে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছি। আজ আমার ছেলে আর আমি বন্ধু, ভাইবোন। এখন ও আমার অভিভাবক। আমি ওকে ‘রয়েল বেঙ্গল টাইগার’ নাম দিয়েছি। এত শাসন করে আমাকে! আমাকে বলে, ‘তোমার মধ্যে কোনো দিন পরিণতবোধ আসবে না! শিশুই থেকে যাবে!’ আমি বলি, আমার এ রকমই ভালো লাগে।”
একাধিক বিয়ে, ছেলেকে বড় করা, পরিবারের দায়িত্ব, সমাজের কটাক্ষ— সব্যসাচীর মতো সব সামলে সামনে এগিয়ে যাচ্ছেন শ্রাবন্তী। এই লড়াইয়ের বিষয়ে তিনি বলেন, “আমি লড়াই করে এগিয়ে যাচ্ছি। লড়াই করতে আমার ভালো লাগে।”
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]