সোহেলুর রহমান, ভৈরব (কিশোরগঞ্জ)প্রতিনিধি :
কিশোরগঞ্জ ভৈরবে র্যাব-১৪, সিপিসি-২ ক্যাম্প সদস্যরা এক অভিযান পরিচালনা করে ১০৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ভৈরব পৌর এলাকার ঘোড়াকান্দা গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করতে সক্ষম হয়েছে।
আটককৃতরা হলেন, ভৈরব উপজেলার ঘোড়াকান্দা গ্রামের মৃত বাহের আলীর ছেলে মো: আশরাফুল কুদ্দুস (৪৩) এবং মো: মজিবর রহমানের ছেলে মো: মোক্তার হোসেন (৩৯)।
র্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা (পিপিএম-সেবা) সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আটককৃত গাঁজার বাজার মূল্য ৩২ লাখ ২৫ হাজার টাকা।
এ ঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]