বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খুলনা টাইগার্সকে ২ উইকেটে হারিয়েছে চিটাগং কিংস। খাজা মোহাম্মদ নাফির অর্ধশতক ও হুসেইন তালাতের দুর্দান্ত ব্যাটিংয়ের পরেও শেষ দিকে বল ও রানের দ্বিগুণ পার্থক্য থাকায় টানটান উত্তেজনায় চলে আসে ম্যাচ। শেষ বলে জয়ের জন্য চিটাগংয়ের প্রয়োজন হয় ৪ রান। অবশেষে বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন আলিস।
বুধবার (৫ ফেব্রুয়ারি) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে চিটাগংকে ১৬৪ রানের টার্গেট দেয় খুলনা।
নির্দিষ্ট রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় চিটাগং। হাসান মাহমুদের করা প্রথম ওভারের পঞ্চম বলে নওয়াজের তালুবন্দি হয়ে বিদায় নেন ওপেনার পারভেজ হোসেইন ইমন।
দলীয় ৩৫ রানে চিটাগং শিবিরে দ্বিতীয়বারের মতো আঘাত হানেন হাসান মাহমুদ। এবার তার শিকার গ্রাহাম ক্লার্ক। ব্যক্তিগত ৪ রানে সাজঘরে ফেরেন তিনি।
ইমন-ক্লার্ক বিদায় নিলে তালাত-নাফায় মিলে গড়েন ৭০ রানের দুর্দান্ত জুটি। ব্যক্তিগত ৪০ রানে নাসুমের শিকার হন তালাত। এরপর একে একে বিদায় নেন শামীম-নাফায়-তালাত। ১১৭ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে চিটাগং।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]