মিনহাজ উদ্দিন, আশুগঞ্জ প্রতিনিধি ।।
আশুগঞ্জ সার কারখানায় সার উৎপাদনের লক্ষ্যে প্রয়োজনীয় গ্যাস সরবরাহের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় কারখানার শ্রমিক কর্মচারী বৃন্দ। আজ ২২ শে জানুয়ারি কারখানার প্রধান প্রবেশপথের সামনে সকাল ৮ ঘটিকা থেকে ১০ঘটিকা পর্যন্ত মানববন্ধন সময়ে কারখানা থেকে সার সরবরাহ বন্ধ ছিল।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে আশুগঞ্জ সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বজলুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু কাওসার এর পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সি বি এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারেক, সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন, অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মোঃ জহিরুল ইসলাম, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল হান্নান। উল্লেখ্য বিগত সরকারের আমলে কারখানার প্রতি সুদৃষ্টি না থাকায় কারখানাটি দীর্ঘদিন উৎপাদন বন্ধ ছিল
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]