মিনহাজ উদ্দিন, আশুগঞ্জ প্রতিনিধি।।
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই,এই প্রতিপাদ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ২১ জানুয়ারি তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক এক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শ্যামল চন্দ্র বসাক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসিব আব্দুল্লাহ, উপজেলা প্রকৌশলী পৃথুল ভৌমিক, যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এইচ এম শাহরিয়ার রাসুল, পল্লি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা নুরজাহান বেগম। উল্লেখ্য উপজেলার ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]