বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার নাজিরপুর ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহযোগিতায় চিকিৎসা সেবার এই ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
স্বাস্থ্যসেবায় অংশ নিতে সকাল থেকেই ঈদগাহ মাঠে ভিড় করতে থাকেন সেবা প্রার্থীরা। দুপুর পর্যন্ত বিভিন্ন সমস্যা নিয়ে প্রায় ৪ হাজার রোগী রেজিস্ট্রেশন করেন।
এ সময় রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে শিশু, মহিলা/স্ত্রীরোগ, অর্থোপেডিক্স, হৃদরোগ, মেডিসিন, চর্মরোগসহ বিভিন্ন ক্ষেত্রের ৪৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। তাদের প্রত্যেককে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]