১/১১ সরকারের মতো দেশে ফের বি-রাজনীতিকরণের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। সংস্কারের নামে কোনো বি-রাজনীতিকরণ হলে জনগণ তা প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা।
শনিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলাদা অনুষ্ঠানে তারা এমন হুঁশিয়ারি দেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, গণঅভ্যুত্থানের পরে যে সরকার এসেছে তা জনগণের সরকার। নির্বাচিত সরকার না হলেও তাদের প্রতি জনগণের সমর্থন রয়েছে। কারণ এটি জনগণ সংগঠিত করেছে। তবে জনগণের সরকারেরও একটা সীমা রয়েছে, দীর্ঘদিন ধরে একটা অনির্বাচিত সরকার থাকতে পারে না। এ ধরনের সরকারের অনেক বিপদ থাকে, যার মধ্যে কিছু কিছু আমরা ইতোমধ্যে দেখতে পেয়েছি।
এসময় কিছু কিছু উপদেষ্টা সংস্কারের পরে নির্বাচন দেয়ার কথা বলছেন উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, সংস্কারের ম্যান্ডেট আপনাদের কে দিয়েছে? জানান, দেশে যা সংস্কার করা দরকার তা রাজনৈতিক সরকার করবে। বিএনপি ৩১ দফার মাধ্যমে অনেক আগেই সংস্কারের রূপরেখা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, বিএনপির পক্ষ থেকে যে ৩১ দফা দেয়া হয়েছে এর বাইরে তো নতুন কোনো দফা নেই। যদি কোনো দফা থাকে তাহলে দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে তা করা হবে। কিন্তু সংস্কারের নামে বি-রাজনীতিকরণের চেষ্টা করা হলে সেটা মেনে নেয়া হবে না, প্রতিহত করা হবে।
আরেক অনুষ্ঠানে বিএনপির স্হায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করে কোনো জাতি এগিয়ে যেতে পারে না। শেখ হাসিনার অপরাধের সমর্থনদাতা পেশাজীবিদের ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া, যারা সরাসরি গুম-খুনে সম্পৃক্ত তাদের শাস্তি দৃষ্টান্তমূলক হতে হবে বলেও দাবি তোলেন বিএনপির এই সিনিয়র নেতা।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]