সময়কণ্ঠ প্রতিবেদক : বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন খান। ব্যস্ত সময় পার করছেন নিজের মৌলিক গান এবং স্টেইজ শো নিয়ে। শুধু তাই নয়; নিজের ব্যাক্তিগত ইউটিউব চ্যানেল ‘আবর্তনে’ও ব্যাপক জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী। অন্যান্য অডিও কোম্পানির পাশাপাশি নিজের চ্যানেলেও জন্যও একের পর এক গান রিলিজ দিচ্ছেন ইমন। প্রায় সবগুলোও গানই শ্রেæাতা প্রিয়তার শীর্ষে। তাই নিজের চ্যানেলকেও যতœ সহকারে পরিচালনা করছেন। উল্লেখ্য-অ্যালবামের যুগে যার একক অ্যালবামের সংখ্যা ছিল প্রায় ৩০টি। বর্তমানে ইউটিউবের যুগেও তার জনপ্রিয় গান রয়েছে অনেক। একের পর এক নতুন গান দিয়ে মন জয় করছেন তার ভক্তদের। ২০০৮ এর শেষের দিকে ‘মন বোঝোনা মনের মানুষ’ অ্যালবামে ‘আজো প্রতি রাত জেগে থাকি তোমার আশায়’,-এ গান দিয়েই ইমন জায়গা করে নিয়ে ছিলেন কোটি শ্রোতার মন। তার একক অ্যালবামের মধ্যে রয়েছে-‘ভালোবেসে দুঃখ পেলাম’, ‘তুমিতো সুখেই আছো’, ‘বিবেক হীনা’, ‘সে যে আমার মনের মানুষ’, ‘কষ্টের নদী’, ‘কষ্টে কাটে দিন’, এই অ্যালবামের গান গুলোও হৃদয় কেড়েছে তার ভক্তদের। গান করেছেন মিল্টন খন্দকার, আহমেদ রিজভী, শফিক তুহিন, লিয়াকত আলী বিশ্বাসেরমত জনপ্রিয় সব গীতিকারদের। এইতো গেলো সে আমলের কথা। বর্তমানে ইউটিউবের যুগে এসেও ইমন দখল করে নিয়েছেন তার জায়গা। অডিও কোম্পানি ছাড়াও এই শিল্পীর নিজেস্ব ইউটিউব চ্যানেল ‘আবর্তন মিডিয়া’ দিয়েও অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা। এই সময়েও তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে প্লাবন কোরেশী’র কথাওসুরে জাহিদ বাশার পঙ্কজ এর কম্পোজিশনে ‘পরী’, রবিউল ইসলাম জীবনের কথায় মুহাম্মাদ মিলনের সুরে এমএমপি রনি’র কম্পোজিশনে ‘ভুল মানুষের ঘর’, নীহার আহমেদ এর কথায় প্লাবন কোরেশী’র সুরে এবং জাহিদ বাশার পঙ্কজ এর কম্পোজিশনে ‘সম্পকর্’, এন এন নজরুল ইসলামের কথায় আলামিন খান এর সুর সংগীতে ‘পাখি ৩’, প্রসেনজিৎ মন্ডলের কথায় এবং আলামিন খানের সুর ও সংগীতে ‘পাখি ৪’। এছাড়াও হাতে রয়েছে- ‘ধ্রæব মিউজিক ষ্টেশন’র ব্যানারে থেকে বেশ কিছু গান। পাশাপাশি ‘সিডি জোন’, ‘সেভেন টিউনস, এন এ খোকন’, ব্যানারেও কাজ চলেছে আরও কিছু গানের। তবে শ্রোতাদের মন জয় করার জন্যই বর্তমানে দেখে শুনে বুঝে কাজ করছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। কারণ বিদ্যুতের মত আসা যাওয়ার অবস্থান থেকে দুরে থাকার জন্যই এই চিন্তাধারা। এমন কিছু গান রেখে যেতে চান যে গান গুলো সারাজীবন কালজয়ী হয়ে থাকবে শ্রোতাদের হৃদয়ে। এমনটাই জানালেন ইমন খান। বললেন, আমি গানের মানুষ গানকে ভালবাসি তাই সারাদিন রাত গান নিয়েই ভাবনা আমার। আমার ইচ্ছা আকাশ ছোঁয়া নয়; ভালকিছু গান করে যাওয়া। যে গান গুলো আমার অস্তিত্বকে টিকিয়ে রাখবে সারাজীবন। সে চিন্তাধরা নিয়েই শুরু থেকে এখনো পর্যন্ত পথ চলেছি। আমার ইচ্ছা একটাই; শ্রোতাদেরকে ভাল গান উপহার দেয়া। আমি স্মরণ করছি তাদের; আজকের এই ইমন খান হওয়ার পিছনে যাদের অবদান অনেক বেশি।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]