বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-২০২৪ চলাকালীন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ তারেক শাহরিয়ার তন্ময়, (ব্যাচ:২১, রোল:৪২) “বাম চোখে” গুলিবিদ্ধ হন। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আন্দোলনে আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন অংকের আর্থিক অনুদান প্রদান করেছে।
পাশাপাশি আন্দোলনে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ (স্কলারশিপ প্রদান) এর মতো মহতি উদ্যোগ নিয়ে সবসময়ই শিক্ষার্থীদের পাশে থেকেছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আজ ১৭ জানুয়ারি ২০২৫, উন্নত চিকিৎসার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. তারেক শাহরিয়ার তন্ময়কে “নগদ দুই লক্ষ” টাকার একটি অনুদান প্রদান করেছে।
এই সময় উপস্থিত ছিলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান, ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী।আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা, প্রফেসর রফিকুল ইসলাম,রেজিস্ট্রার, প্রফেসর মোহাম্মদ শাহ আলম চৌধুরী হিমু, ছাএকল্যাণ উপদেষ্টা , এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এস এম সাজ্জাদ আহমেদ শোভন ও সানিউল হক মাহি, সহকারী প্রক্টর।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]