রাজধানীর হাজারীবাগ বাজারে ট্যানারি গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে প্রায় আড়াই ঘণ্টা পরে। ভবনটিতে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না। ফায়ার সার্ভিসের দাবি, ভবনটিতে দাহ্য বস্তু থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) লে. কর্নেল মো. তাজুল ইসলাম বিষয়গুলো জানান।
তাজুল ইসলাম বলেন, “ভবনটিতে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না। এর আগে ভবনটিকে কয়েক দফা নোটিশ দিয়েছিল ফায়ার সার্ভিস। তবে, সেই নোটিশের তোয়াক্কা করেনি মালিকপক্ষ।”
ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, “আমাদের সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো যায়নি। পানির সংকট, ভেতরে দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড় ও সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের সক্ষমতা কাজে লাগানো যায়নি।”
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]