টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে গেলেন বাংলাদেশের ব্যাটসম্যান সাব্বির রহমান। বুধবার ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষের ম্যাচে ব্যাট করতেও নেমেছেন। কিন্তু সেখানে গিয়ে বিয়ের প্রস্তাব পেলেন উদীয়মান এই ক্রিকেটার। স্টেডিয়ামের গ্যালারিতে দেখা গেল এক তরুণী প্লাকার্ড উঁচিয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন। প্লাকার্ডে লেখা ছিল, ‘ম্যারি মি সাব্বির’।
তরুণীকে দেখে অবশ্য বিদেশী মনে হয়নি। তার গায়ে ছিল বাংলাদেশের জার্সি। মুখে ছিল মিষ্টি মাখা হাসি। কিন্তু সেই হাসি সাব্বির দেখেছেন কিনা জানা যায়নি। তবে প্লাকার্ড দেখানোর পর মাঠ থেকে বিদায় নেন সাব্বির। ১৫ বলে ১৫ রান করেছেন তিনি।
এশিয়া কাপে বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সাব্বির। সেই সঙ্গে ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কারও জিতেছেন তিনি। তার এমন পারফরম্যান্সে তাকে নিয়ে স্বপ্ন দেখছেন অনেক তরুণী।
অবশ্য এমন প্রস্তাব সাব্বির একাই পাননি। এর আগে তাসকিন, রুবেলকেও এমন প্লাকার্ড দেখানো হয়েছিল।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]