ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে আড়াই লাখ টাকা চাঁদা ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে শীর্ষ সন্ত্রাসী হায়ার কাউছার ও তার পরিবারের অত্যাচার ও ভূমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আমেরিকা প্রবাসী মো.মাসুম সরকার মন্টু। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমেরিকা প্রবাসী ভুক্তভোগী মো.মাসুম সরকার মন্টু অভিযোগ করে বলেন, ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক সংলগ্ন শহরের কমলপুর এলাকার মুসলেম মোড় এলাকায় একটি বহুতল ভবনের নির্মাণ কাজ করছি। নির্মাণাধীন ভবনের সম্মুখ ভাগের ২টি দোকান ভাড়া দেওয়া হয়েছে । কিন্তু আমার উত্তর সীমানার বসতি খায়ের মিয়ার ছেলে শীর্ষ সন্ত্রাসী হায়ার কাউছার ওরফে কাউসার মিয়া এলাকায় একজন সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাত হিসেবে পরিচিত। সে এলাকায় ডাকাতি, ছিনতাইসহ সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত।তার খুন, চাঁদাবাজি, দাঙ্গা হাঙ্গামা সহ ভৈরব সহ পার্শ্ববর্তী থানায় একাধিক মামলা রয়েছে। গত বছর ১৩ই জুলাই জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে এসে আমার নির্মাণাধীন বিল্ডিংয়ের বেসমেন্টের পানির মটর দিয়ে দিনে রাত্রে পানি ছেড়ে চার ফুট পানি দিয়ে ভরে ফেলে এবং আমার কাজ দেখাশোনার কাজে নিয়োজিত ও আমার প্রতিবেশী কয়েকজনের মাধ্যমে আমার কাছে সন্ত্রাসী কাউসার আড়াই লক্ষ টাকা চাঁদা দাবি করেন। আমি চাঁদা দিতে রাজি না হওয়ায় পুনরায় আরও পানি বেসমেন্টে ছাড়তে থাকে। তাকে আড়াই লাখ টাকা না দিলে আমার ভাড়াকৃত দুটি দোকান লুটপাট ও আমাকে প্রাণ নাশের হুমকি দেয় সন্ত্রাসী হায়ার কাউছার।
তিনি আরো বলেন, সন্ত্রাসী হায়ার কাউছারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল ২০২০ সালের ০৮ জানুয়ারি আমার ঘরে ডাকাতি করে নগদ ও স্বর্ণালংকার সহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়। এই ঘটনায় ভৈরব থানায় মামলা দায়ের করেছিলাম। মামলা নং-০৫, তারিখ: ০৮/০১/২০২০ ইং। এছাড়াও চাঁদা দাবি করে আমার ভাড়াটিয়া দোকানদার দুইজনকে চাপ ও ভয় দেখিয়ে দোকান বন্ধ করে দেয়। পরবর্তীতে স্থানীয় কয়েকজন আমার পক্ষ থেকে সন্ত্রাসী কাউসারকে অনুরোধ করে দোকানগুলো খুলে দেয়। এখন আবার রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরই আবার সন্ত্রাসী হায়ার কাউছার ও তার পরিবারের সদস্যরা চাঁদা দাবি সহ বিভিন্নভাবে অত্যাচার ও ভূমি দখলের চেষ্টা করছেন। আমি আইনশৃঙ্খলা বাহিনী পুলিশসহ প্রশাসনের নিকট বিচারের দাবি জানিয়েছি।
আমি একজন প্রবাসী হিসেবে আমার পরিবার নিয়ে আমেরিকায় বসবাসরত আছি। বাংলাদেশে আমার পরিবারের কেউ অবস্থান না করায় সে অতিমাত্রায় আমার পারিবারিক সম্পত্তি ক্ষতি করার চেষ্টায় লিপ্ত রয়েছে।
গত বছর নভেম্বরের ২৪ তারিখ আমি দেশে এসে দেখি আমার বিল্ডিংয়ের স্টোর রুম থেকে পানির পাম্প বৈদ্যুতিক মিটারের তার, ১ টন রড ও প্রায় ১ লক্ষ টাকা মূল্যের টাইলস নিয়ে যায় এবং বাড়ি সংলগ্ন ২০ ফুট আমার সীমানা প্রাচীর ভেঙ্গে দেয়। আমি এ সমস্ত ঘটনার প্রত্যক্ষ করে লোক মারফত জিজ্ঞাসা করিলে সে আড়াই লক্ষ টাকা চাঁদা না দিলে আমাকে প্রাণ নাশের হুমকি দিতেছে এবং আমাকে সশরীরে আমার বিল্ডিং উপস্থিত না হওয়ার জন্য হুমকি দেয়। তার বিচারের দাবিতে সর্বশেষ সাংবাদিকদের কাছে দ্বারস্থ হলাম আপনাদের মাধ্যমে প্রশাসনের নিকট এই সন্ত্রাসীর বিচার ও সমস্যার সুষ্ঠু সমাধান দাবি করছি।
এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগীর স্বজন স্থানীয় বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি আলম সরকারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]