আঃ আল মামুন,সাভার প্রতিনিধি।।
সাভারে সড়ক ও মহাসড়ক দাপিয়ে বাড়াচ্ছে অবৈধ অটো রিকশা। তিন চাকার এসব যানবাহনের চলাচলের ফলে অহরহ হচ্ছে দুর্ঘটনা । রাস্তায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট এর ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সাভার বাসস্ট্যান্ড নবীনগর বাসস্ট্যান্ড হেমায়েতপুর আশুলিয়া বাইপাল রপ্তানি বাসস্ট্যান্ডসহ সহ বিভিন্ন আঞ্চলিক সড়ক ও মহাসড়কের চিত্র একই রকম।এর ফলে একদিকে মহাসড়কে যানজট সৃষ্টি হচ্ছে অন্যদিকে বাড়ছে দুর্ঘটনা।
এসব অটো রিকশা চালকের ড্রাইভিং লাইসেন্স নাই। সড়ক মহা সড়কে উঠেই হয়ে যায় বেপরোয়া এর ফলে আতঙ্ক ও দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। প্রশাসনের সঠিক নজরদারিকে দায়ী করছেন নিরাপদ সড়ক নিয়ে কাজ করা ব্যক্তিগণ। এদিকে মহাসড়কে অটো রিকশা চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানান হাইওয়ে পুলিশ। সড়ক ও মহাসড়কে অবৈধ অটো রিকশা বন্ধের কার্যকরী পদক্ষেপ চায় স্থানীয় লোকজন।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]