জমকালো আয়োজনে সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ‘সময়কণ্ঠ’ পত্রিকার ‘প্রতিনিধি সম্মেলন ও সম্মাননা স্বারক প্রদান ২০২৫’ অনুষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন আরাফাত ডেভেলপার্স অ্যান্ড বিল্ডার্স লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ও (সিআইপি) ওসমান মৃধা। তিনি বিদেশে থাকায় প্রতিষ্ঠানের একজন প্রতিনিধির হাতে সম্মাননা স্বারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক খবরের কাগজ’র সম্পাদক ও কথা সাহিত্যিক মোস্তফা কামাল এবং সময়কন্ঠের সম্পাদক ও প্রকাশক আব্দুল করিম।
এসময় উপস্থিত ছিলেন- বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত কবি ও সম্পাদক ফরিদ আহমদ দুলাল, সময়কণ্ঠের নির্বাহী সম্পাদক একে আজাদ সানি, সংবাদ প্রকাশ’র বার্তা সম্পাদক নিয়ন মতিয়ুল, দৈনিক ইনকিলাব এর সহকারী সম্পাদক ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) সভাপতি কামরুল হাসান দর্পন প্রমুখ।
এছাড়াও বিশেষ সম্মাননা পেয়েছেন, ‘রয়েল ব্লু এর্ডভাটাইজিং’এর ব্যবস্থাপনা পরিচালক মির্জা রকিবুল হাসান মিঠু, ইস্টার্ন আইটি প্রোপাইটর, ফাহাদ খন্দকার।
অনুষ্ঠানে উদোক্তাদের মধ্যে সম্মানা পেয়েছেন- মিষ্টি মাতবর ব্যবস্থাপনা পরিচালক ‘মাতবর গ্রুপ’, মোহনা ইতি ‘কন্ঠশিল্পী’, নাদিরা মুক্তা ‘ব্যবসায়ী’, অন্তর হাসান ব্যবস্থাপনা পরিচালক ‘অন্তর মাল্টিমিডিয়া’, এম কে মোশাররফ ‘সিনে ফটোগ্রাফার’, আরিফুর জামান আরিফ পরিচালক ‘নেগেটিভ ফিল্মস’্. লাকি ইসলাম স্বত্বাধিকারী ও মেকআপ আর্টিস্ট, ‘ব্লু রোজ মেকওভার’, ‘মনিপুর ক্লাব’. মেহেদী হাসান কো-ফাউন্ডার ‘সতেজ আইটি’।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]