সময়কণ্ঠ প্রতিবেদক : মিডিয়া অঙ্গনে পরিচিত মুখ উদীয়মান তরুণ নির্মাতা কাজী ছালাম। অনেক আগেই নাটক নির্মাতা হিসাবে আত্মপ্রকাশ করেন তিনি। তার উলেখ্যযোগ্য নাটকের মধ্যে অন্যতম ‘টেবিল নাম্বার নাইন’ ও ‘জ্যোৎস্নায় জোনাকি’। এবার প্রথমবারের মত বিজ্ঞাপন নির্মাণ করলেন কাজী ছালাম। প্রথম বিজ্ঞাপন নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ‘মাহি মোবাইল এ টু জেড’ এর বিজ্ঞাপন নির্মাণ করার মধ্য দিয়ে আমি নতুন ভাবে প্রথবারের মত বিজ্ঞাপন নির্মাতা হিসাবে আত্মপ্রকাশ করলাম। বিজ্ঞাপন নির্মাণ করতে গিয়ে অনেক নতুন নতুন অভিজ্ঞাতার মুখোমুখি হয়েছি যা আমার জীবনে উল্লেখযোগ্য ঘটনা হয়ে থাকবে। আর এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি সামনে আরোও ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিতে চাই। তিনি আরোও বলেন, আমি সবসময় চেষ্টা করি সৃজনশীল কাজ করতে। “মাহি মোবাইল এ টু জেড” বিজ্ঞাপন সম্পর্কে বলেন এই বিজ্ঞাপনের মডেল ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া, জুয়েলসহ আরোও অনেকে। খুব শীঘ্রই বাংলাদেশের স্বনামধন্য টিভি চ্যানেল, সামাজিক যোগাযোগ মাধ্যম, ও বসুন্ধরা সিটি শপিং মলে সম্প্রচার করা হবে। আশা করি দর্শকদের ভালো লাগবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]