সময়কণ্ঠ প্রতিবেদক : বাজারে আসছে তরুণ সুরকার এফ এ প্রিতমের নতুন গান ‘গার্লফ্রেন্ডের বিয়া’। মিলা’র কথায় গানটির গানটির সুর করেছেন কণ্ঠশিল্পী নিজেই। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন ওয়াহিদ শাহীন। শুধু তাই নয়; নির্মাণ হয়েছে গানের অসাধারণ একটি মিউজিক ভিডিও। ভিডিওতে মডেল হিসেবে ছিলেন-আনিকা এবং রাসেল। ভিডিওসহ গানটি ‘নিউ ভিশন বিডি’র ব্যানারে এ মাসের শেষে’র দিকেই বাজারে আসবে। এমনটাই জানালেন প্রীতম। বললেন, আমি সবসময় অন্যের গানে সুর করতেই পছন্দ করি। এ পর্যন্ত চলচ্চিত্রসহ অনেক শিল্পীদের গান করেছি এবং আরো অনেকগুলো কাজ হাতে রয়েছে। তবে; প্রায় এক বছর পর আমি গান গাইলাম। গানের কথাগুলো অনেক সুন্দর। আমার বিশ্বাস শ্রেুাতাদের অনেক ভালো লাগবে। আমি বরবারই ভালো কিছু করার চেষ্টা করি। এবারও চেষ্টা করেছি; ভালো কিছু উপহার দিতে। মিউজিক ভিডিওটিও অসাধারণ। সব মিলিয়ে আমরা চেষ্টা করেছি শ্রেুাতাদের ভিন্ন কিছু উপহার দিতে। এ মাসের শেষে’র দিকেই গানটি বাজারে আসবে। আশা করছি সবার ভালো লাগবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]