নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার বড়খাপন গ্রামের সাইকুল ইসলামের ছেলে আকাঈদ(৮) ও সাদেক মিয়ার ছেলে জারিফ(১২) গতকাল ৭ জানুয়ারি মুন্সিগঞ্জ জেলা টঙ্গীবাড়ি থানার সিদ্ধেশ্বরী বাজার মান্দ্রা পোদ্দার পাড়া মারকাজুল উলুম মাদানিয়া মাদ্রাসা থেকে কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। জারিফ ও আকাঈদ পরস্পর চাচাতো ভাই। অনেক খোঁজাখুঁজি করে এখনো না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে অভিভাবক ও স্বজনরা।
তাদের নিখোঁজ হওয়ার বিষয়ে টঙ্গীবাড়ি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে পুলিশ এখনো পর্যন্ত কোন সন্ধান দিতে পারেনি। তাদের সন্ধান চেয়ে সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন তাদের চাচা মাদ্রাসা শিক্ষক সাজিদ বিন সাইফ। যোগাযোগ ০১৭৩৭৭০৮৩৭৪ অথবা ০১৯২৫২০৫১৩৩।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]