টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করতে চায় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত এবং আইসিসির নতুন প্রেসিডেন্ট জয় শাহ। ক্রিকেটের তিন মোড়ল দেশ যেন নিজেদের মাঝে আরও বেশি টেস্ট ম্যাচ খেলতে পারে- এ উদ্দেশ্যেই লাল বলের ক্রিকেটে এই বিভাজন রেখে টানতে চায় বিগ থ্রি।
এ মাসেই জয় শাহের সঙ্গে বৈঠকে বসবেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মাইক বেয়ার্ড এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন। আসন্ন এ বৈঠকেই লাল বলের ক্রিকেটে দুই স্তরে ভাগ করার ব্যাপারে আলোচনা হতে পারে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড।
বিষয়টা নিয়ে ইতোমধ্যেই আলোড়ন পড়ে গেছে ক্রিকেট পাড়ায়। ক্লাইভ লয়েড ধুয়ে দিয়েছেন রীতিমতো। এবার বাংলাদেশ ব্যাটার মুমিনুল হকও তার কাছাকাছি মত দিয়েছেন। তার অভিমত, দুই স্তরবিশিষ্ট টেস্ট আমলে এলে লাল বলের ক্রিকেটের মূল্য আরও কমবে দেশের ক্রিকেটারদের কাছে।
সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে মমিনুল বলেন, ‘আমার জন্য এটা হতাশার। আমি কোনো দলকে ছোট বা বড় বলছি না, আমি জানি না আমরা দ্বিতীয় স্তরে ভালো খেললেও প্রথম স্তরে উঠতে পারব কি না।’
‘আমার মনে হয় টেস্ট ম্যাচের সংখ্যা কমে যাবে। এটা টেস্ট খেলোয়াড়দের জন্য বেশ হতাশার। আমি মনে করি না আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে এটা। সত্যি বলতে যদি আমরা ভালো দলের বিপক্ষে খুব বেশি ম্যাচ না খেলি, তাহলে আমাদের খেলার মানও উন্নত হবে না; বড় ও শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি না হয়ে নিজেদের মধ্যে নিয়মিত খেলতে থাকলে একই মানে রয়ে যেতে হবে।’
‘যখন আপনি ভালো দলের বিপক্ষে খেলবেন, আপনি চেষ্টা করবেন কী করে নিজের উন্নতি করা যায়, যাতে করে তাদের বিপক্ষে ভালো করা যায়। এটা হলে টেস্ট ক্রিকেটের মানও কমে যাবে, মূল্য কম দেওয়া হবে, খেলোয়াড়রা সাদা বলের ক্রিকেটের দিকে ঝুঁকবেন।’
দুই স্তরের কাঠামো যদি বাস্তবায়ন করা হয়, তাহলে তা ফলবে আগামী ২০২৭ সালের পরে। সেটা হলে প্রতি তিন বছরে অন্তত দুই বার তিনটি দল নিজেদের মধ্যে টেস্ট খেলবে। বর্তমান কাঠামোয় প্রতি চার বছরে দু’বার করে মুখোমুখি হয় এই দলগুলো।
বিষয়টি আলোচনার টেবিলে আসবে চলতি মাসের শেষে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ, বলা হয় সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে। এ নিয়ে আলোচনা হচ্ছে কি না, সে ব্যাপারে আইসিসি কিছু জানায়নি।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]