সময়কণ্ঠ প্রতিবেদক : আবারো গান করলেন কণ্ঠশিল্পী নাজক। এবার খ্যাতনামা গীতিকার ইব্রাহিম খলিল ইবু’র কথায় নতুন একটি গানের কাজ করছেন এই তরুণ কণ্ঠশিল্পী। গানটির সুর করেছেন সুজন এবং সঙ্গীত পরিচালনা করছেন জাহিদ বাসার পংকজ। এমনটাই জানালেন নাজক। বললেন, গানের কথা গুলো অসাধারণ। এই গানটি নিয়ে আমি অনেক আশাবাধী। আশা করছি; ভালো কিছু হবে। ইবু বলেন, নাজক ভাই অনেক ভালো গান করেন। নাজক ভাইয়ের জন্য শুভকামনা। আশা করছি গানটি ভালো হবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]