একদিনে ইসরায়েলের ৫টি মারকাভা ট্যাংক ধ্বংসের দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড।
শনিবার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে কাসসাম ব্রিগেড জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে তারা এসব ট্যাংক ধ্বংস করে। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে আনাদোলু এজেন্সি।
সংগঠনটি জানিয়েছে, তারা প্রথমে জাবালিয়া শহরের পশ্চিমাঞ্চলে একটি ট্যাংক ধ্বংস করে। পরে একই শহরের পশ্চিমাঞ্চলে হামাস যোদ্ধারা আরও চারটি ট্যাংক ধ্বংস করতে সক্ষম হয়। পাশাপাশি, ইসরাইলের একটি অ্যাপাচি হেলিকপ্টার টার্গেট করে রকেট হামলা চালায় ব্রিগেডের যোদ্ধারা।
তবে এ ব্যাপারে ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৮০৫ জনে। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া, এই হামলায় আহত হয়েছে আরও লক্ষাধিক ফিলিস্তিনি।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]