সময়কণ্ঠ প্রতিবেদক : ‘প্রেয়সী’, ‘তোর আহ্লাদে’, ‘ও আমার বন্ধু গো’, ‘দুই জীবন’ ‘ও গো বৈশাখী’র পর আবারো গান গাইলেন সানি আজাদ। এবার জনপ্রিয় সঙ্গীত পরিচালক জাহিদ বাশার পংকজ’র সঙ্গীত পরিচালনায় এবং সাংবাদিক-গীতিকার রেজাউর রহমান রিজভী’র কথা ও গীতিকার-সুরকার প্লাবন কোরেশী’র সুরে ‘আঁধার’ শিরোনামের আরেকটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন সানি। গানটি অচিরেই একটি অডিও কোম্পানী থেকে বাজারে আসবে। আর এ গানেরই নির্মাণ হচ্ছে মিউজিক ভিডিও। ভিডিওটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা স্বাধীন ফুয়াদ। মডেল হিসেবে কাজ করছেন চিত্রনায়িকা অঞ্জলী। এমনটাই জানালেন তরুণ এই গায়ক। বললেন, গানটির কথাগুলো খুবই সুন্দর। অসাধারণ সুর করেছেন প্লাবন ভাই। ভিডিও’র গল্পটিও ভালো। আশা করছি; ভালো কিছু হবে। এ জন্য সবার দোয়া চাই। জাহিদ বাশার পংকজ বলেন, সানি’র একটি কাজ করেছি। তার গায়কি অনেক ভালো। আশা করছি; এ গানটিও সে ভালো করবে। প্লাবন কোরেশী বলেন, সানি একজন গান পাগল মানুষ। সে আমার সুরে গান করবে সেটা অনেকদিন আগে থেকেই বলে আসছিল। শেষমেষ করতেই হলো। সানি’র জন্য শুভ কামনা। রেজাউর রহমান রিজভী বলেন, সানি ভাই’র সাথে একটি গান নিয়ে কথা হয় আরো অনেক আগে। অবশেষে একসঙ্গে কাজ করা হচ্ছে। আশা করছি; ভালো কিছু আসবে। ভিডিও সম্পর্কে স্বাধীন ফুয়াদ বলেন, ভিডিও’র গল্প অনেক সুন্দর। আশা করছি ভালো কিছু দর্শক দেখতে পাবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]