সময়কণ্ঠ প্রতিবেদক : আসছে পহেলা বৈশাখ উপলক্ষ্যে সিডি চয়েজ মিউজিক বেশ কিছু অডিও গান, নাটক, মিউজিক ভিডিও প্রকাশ করতে যাচ্ছে। যার মধ্যে অনেক জনপ্রিয় তারকা ও শিল্পী রয়েছে। গানগুলো হচ্ছে- নিপা মন্ডল এর ‘ছুঁয়ে দিয়ে মন’,ইলিয়াছ হোসাইনের ‘আমি তোমার হতে চাই’, রাকিব মোছাব্বির এর ‘ বিন্দাস, ও মেয়ে শুনে যাও, গাঁও গেরামের কন্যা, সোয়েব এর বরষা, ইমন খানের ভালোবেসে করেছি কি ভুল, দ্বীন ইসলামের আয় ফিরে আয়’, ডিজে পার্টি , খেয়া ও শিবলু এর হৃদয় আকাশে, ডিসকো দিওয়ানা, ওয়ামিয়ার রং চটা দেয়াল, ফারাবি ও খোকনের তোরই আকাশে, এম এস রাহি’র বৈশাখী মেলা, মম রহমানের মেলায় যাইরে, টিআর রোমান্স এর সাজনা, ফারাবি ও শিবলু এর চোখের আড়াল, অমিত চ্যাটার্জী’র মন পাখি, ওসমান সজিবের কলিজা পুড়ায় বন্ধুরে, দরদী বুলবুলের একটা স্বপ্ন ছিলো, অরণ্য আকনের শূন্যতা, স্বরলিপি ও শশী জাফরের গোলাপী নেশা, মনোজ ও বন্যার অন্তর জমিন, জেএস জিসান এর বৈশাখ এলো, সোহাগের ভালো বাইসাছিলাম, রাশেদ এর প্রবাস থেকে বলছি, ফারাবি ও অরণ্যে যে প্রেম, সাগরের নিরজনে, দিপু রাজ এর আর কেদোনা তুমি, এ আর রাব্বীর বলনা আমাকে, সানি আজাদের ওগো বৈশাখী, সজল ও মেহজাবিন এর নাটক রোবট ভালোবাসা, আরফান মিমু, মম মোরশেদ অভিনীত ওল্ডটাউন এক্সপ্রেস।
প্রকাশক ও সম্পাদক: মো: আব্দুল করিম
সম্পাদকীয় কার্যালয়: এস করিম ভবন, তৃতীয় তলা ৪৩, নিউ এলিফ্যান্ট রোড, নিউমার্কেট ঢাকা- ১২০৫
ফোন: 02 9356582, মোবাইল: 01715635623, ইমেইল: [email protected]